করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ১জুলাই ২০২১ তারিখ হতে ৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত ২১ দফা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। আরোপিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিকরণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। বিধি-নিষেধ প্রতিপালনে বাংলাদেশ সেনাবাহিনী, ৩৩ ও ১৭ বিজিবি, জেলা পুলিশ, ৩১ আনসার ব্যাটালিয়ন ও র্যাব-৬ এর সদস্যগণ সার্বিকভাবে কাজ করছেন। ৩ জুলাই, ২০২১ তারিখে পরিচালিত মোট ১৮টি মোবাইল কোর্ট অভিযানে ৭৪টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪৫ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় গত ০৩-০৬-২০২১ তারিখে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবক ০৩-০৬-২০২১ তারিখে জারিকৃত ‘গণবিজ্ঞপ্তি’র পর থেকে এ পর্যন্ত পরিচালিত মোট ৩০৩টি মোবাইল কোর্ট অভিযানে ১,২১৪টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১২ লক্ষ ৫৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি
The post করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hgjkbm
No comments:
Post a Comment