তাওহীদ শোভন
এখনও আষাঢ়ের কান্নায় একাত্ম হয়ে
নোনাচোখে বিড়ম্বনাহীন নিরন্তর
বৃষ্টিভেজা কোন অভিমানী পদচারণা দেখলে;
তোমাকেই মনে পড়ে যায়
আমিও ভিজে যাই তখন
তোমার মত ছন্নছাড়া অভিমানে!
আমি তো স্বপ্ন বেঁচেছিলাম
স্বপ্ন হয়েই তো বেঁচেছিলাম
এখন তো প্রতিটি রাতই মৃত্যুসম!
মৃত্যুরা দু:খবিলাসী বৃষ্টির মতোই
ছুঁয়ে যায়, ছুঁয়ে দ্যাখে চোখ
যেমন ছুঁয়েছিল তোমায়,
তোমার সেই বৃষ্টির আলিঙ্গনে
নাম না জানা সেই বাইপাসে!
উদ্দেশ্যহীন, নিরন্তর, আমার অপেক্ষায়!
The post বৃষ্টিবিলাস appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wddT14
No comments:
Post a Comment