আশাশুনি ব্যুরো: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে ৪ জুলাই নতুন করে আরও ২জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৫৩ জনের করোনা সনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার উপজেলায় ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন, বড়দল গ্রামের তায়জুল ইসলাম (৩০) ও একই ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মায়ারানী (২৬)। এনিয়ে আশাশুনি উপজেলায় সর্বমোট ১৯৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আশাশুনি উপজেলায় সর্বমোট ১৯৪ জন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে শোভনালী ইউনিয়নে। শনাক্তকৃত ইউনিয়ন হলো, শোভনালীতে ৪১ জন, আশাশুনি সদরে ৪০ জন, বুধহাটায় ৩২ জন, কুল্যায় ৯ জন, দরগাহপুরে ৩ জন, বড়দলে ৮জন, শ্রীউলায় ৬ জন, খাজরায় ২ জন, আনুলিয়ায় ২ জন, প্রতাপনগরে ৬ জন ও কাদাকাটিতে ৪ জন। যার মধ্যে ৪১ জন ২০২০ সালের এবং ১৫৩ জন চলতি ২য় ঢেউয়ে সংক্রমিত হয়েছে।
The post আশাশুনিতে নতুন ২ জন করোনা শনাক্ত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2UYknDQ
No comments:
Post a Comment