Sunday, July 4, 2021

সাতক্ষীরায় লকডাউনে কর্মহীন মানুষের ত্রাণের দাবি https://ift.tt/eA8V8J

সেলিম হোসেন: করোনা প্রতিরোধে সাতক্ষীরায় চলছে সাতদিনের কঠোর লকডাউন। কঠোর লকডাউনের ৪দিন অতিবাহিত হয়েছে। এই লকডাউনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি নিষেধ জারি করা হয়েছে। কিন্তু লকডাউন বাস্তবায়নে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালালেও সাধারণ মানুষকে ঘরে রাখতে পারছে না। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরে কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তে বিজিবি, সড়কে সেনাবাহিনী, পুলিশ, আনছার বাহিনী ও মার্কেটে ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের দো-ফলা যাঁতাকলে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা ও দিনমজুর মানুষ। লকডাউন প্রতিপালনে তারা দিনের নির্ধারিত সময় দোকান খোলা রাখছেন। এতে করে বেচা-বিক্রি যা হচ্ছে তা সংসার নির্বাহে ব্যয় হয়ে যাচ্ছে। ব্যবসায়ের আসল টাকা ব্যয় হয়ে যাচ্ছে সংসারের পেছনে। ফলে পূঁজি হারিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। এসব ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে বোবা কান্না। শহরের কদমতলা হাটবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দোকান খুলে ব্যবসা করি। কিন্তু এ সময়ে দোকানে বেচাবিক্রি হয় ৫০০-১০০০ টাকা। অথচ সংসারে খরচ হয় ৩০০ থেকে ৫০০ টাকা। এর উপর ঘরভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল, সমিতির কিস্তি, ব্যাংকের কিস্তি তো আছেই। এ অবস্থা শুধু কদমতলা এলাকার ব্যবসায়ীদের নয়, গোটা জেলার বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে একই দুর্দিন। তারা না পারছেন বলতে, না পারছেন চাইতে, না পারছেন সইতে।
ব্যবসায়ীরা জানান, চরম দুর্দিনে পড়েছেন তারা। এ অবস্থা চলতে থাকলে অচিরেই পূঁজি হারিয়ে নি:স্ব হয়ে যাবেন তারা। ইতোমধ্যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর পূঁজি শেষ হয়ে গেছে। তারা এখন আর বাজারে আসেনা। কে কোথায় চলে গেছে তাও জানেন না। কীভাবে তাদের সংসার চলছে তাও বলতে পারেননি ব্যবসায়ীরা।
এদিকে দিনমজুর মানুষ ঠিকমত কাজে বের হতে না পেরে তারাও এক প্রকার কর্মহীন হয়ে পড়েছেন। যেমন চায়ের দোকানদার, ভ্যান চালক, মটরযান শ্রমিক, পানের দোকানদার। দিশেহারা তো বটেই! লকডাউনে দিনমজুর মানুষের এক প্রকার আয়ের পথ নেই। আয়ের পথ না থাকায় ঠিকমত সংসার চালাতে পারছে না কর্মহীন মানুষ। এছাড়াও লকডাউনের চলাকালে কিস্তি আদায়ের বন্ধ নির্দেশ থাকলেও কর্মহীন গ্রাহকদের কাছ থেকে এনজিও কর্মীরা গ্রাম অঞ্চলে গিয়ে জোরপূর্বক কিস্তি আদায় করছেন বলে অভিযোগ করেন অনেকেই। কর্মহীন মানুষ এনজিও কিস্তি দিতে চরম বিপাকে পড়েছে। লকডাউনে ব্যবসায়ী ও কর্মহীন মানুষ ভাল নেই কষ্ঠে দিন কাটাচ্ছে তারা। বিষয়টি সুবিবেচনার জন্য তারা জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান কর্মহীন মানুষ।

The post সাতক্ষীরায় লকডাউনে কর্মহীন মানুষের ত্রাণের দাবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ykHoPQ

No comments:

Post a Comment