Tuesday, July 6, 2021

শার্শায় করোনায় একদিনের ব্যবধানে জমজ ভাইবোনেরর মৃত্যু https://ift.tt/eA8V8J

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে জমজ ভাইবোন মারা গেছেন। তারা দু’জনই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন বলে তাদের বড় ভাই বাগআঁচড়া ডা.আফিল উদ্দিন কলেজের অধ্যাপক আতিয়ার রহমান জানিয়েছেন। সোমবার মারা যান আশুরা খাতুন সাথী আর শনিবার মারা যান মফিজুর রহমান।
জমজ ভাইবোন মফিজুর রহমান (৪৫)ও আশুরা খাতুন সাথী(৪৫) শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ফরিদ মোড়লের সন্তান। মফিজুর রহমানের বড় মেয়ে খাদিজা মইন আঁখি বলেন, করোনা সংক্রমনে কিডনি ও হার্টের সমস্যার কারণে তার বাবাকে ২৩জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।পরে তার অবস্থার অবনতি হলে ২৮জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তারা ২ভাই ২ বোন।
আশুরার স্বামী আব্দুল আজিজ বলেন, তার শ্যালকের সংস্পর্শে থাকায় তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার মারা যায়। এক ছেলে ও দুই মেয়ের জননী আশুরা। মফিজুর বাগআঁচড়া বাজারের একজন বিশিষ্ট সার ব্যবসায়ী ছিলেন আর আশুরা নিজ বাড়িতে একটি গার্মেন্টেসের দোকান দেখাশুনা করতেন। তার স্বামী স্থানীয় চালিতাবাড়িয়া হাইস্কুলের একজন সহকারি শিক্ষক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

The post শার্শায় করোনায় একদিনের ব্যবধানে জমজ ভাইবোনেরর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2TEhyaI

No comments:

Post a Comment