নিজস্ব প্রতিনিধি: বৈশ্বিক মহামারীর কোভিড-১৯ করোনাভাইরাসের দাপটে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ চলমান। এরই মাঝে সপ্তাহের প্রথম দিনে কলারোয়ায় নতুন করে আরো ৪জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
শনিবার কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের একজের বাড়ি পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছা উপজেলায়।
এদিন নমুনার বিপরীতে সংক্রমণে হার ১৪ শতাংশ। যা গেলো কয়েকদিনের মধ্যে কম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার।
নতুন শনাক্ত ব্যক্তিরা হলেন-পৌরসদরের তুলশীডাঙ্গার নূর ইসলামের পুত্র নাজমুল হোসেন (৩১), লাঙলঝাড়া ইউনিয়নের লাঙলঝাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের ওমর আলীর স্ত্রী আনোয়ারা (৪৫) এবং যশোরের ঝিকরগাছার বাকড়া গ্রামের আরহান মন্ডলের পুত্র আজিবর রহমান (৬৫)।
The post কলারোয়ায় ২৮জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ৪ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2SISleQ
No comments:
Post a Comment