পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ৩জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। ২ জুলাই (শুক্রবার) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক মাদরা এবং কাকডাঙ্গা বিওপি’র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ২জন বাংলাদেশী নাগরিক এবং ১জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলো: খুলনা জেলার দেহেরগতি গ্রামের মোক্তার হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (২৫), সাতক্ষীরার ব্রহ্মরাজপুর গ্রামের কিশোর ঢালীর ছেলে চয়ন ঢালী (২১) এবং কলারোয়ার মৃত মশিউর রহমানের ছেলে আবুল মালেক (৫০)।
বিজিবি আরও জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক গত ২৮ এপ্রিল ২০২১ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর নজরদারী, টহল তৎপরতা এবং বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে সর্বমোট ৮১জন বাংলাদেশী নাগরিক এবং ৫ জন মানবপাচারকারী আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে জেলা প্রশাসন, সাতক্ষীরা এর তত্ত্বাবধানে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। উল্লেখ্য, স্থানীয় পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে কোয়ারেন্টাইন সেন্টারের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সাতক্ষীরা জেলায় লক ডাউন চলাকালীন জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত নির্দেশাবলী সীমান্তবর্তী এলাকায় বাস্তবায়নের জন্য বিজিবি’র জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও, কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধকল্পে ‘সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার করা, অবৈধভাবে সীমান্ত গমনাগমন না করা এবং কোভিড-১৯ এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইজি বাইক/ভ্যানযোগে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে।
সাতক্ষীরা সীমান্ত এলাকা হতে ২ জন বাংলাদেশী নাগরিক এবং ১জন মানবপাচারকারী আটক করার বিষয়টি ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি নিশ্চিত করেছেন।
The post ৩৩ বিজিবির অভিযানে ভারতফেরত ৩জন আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jBLgI9
No comments:
Post a Comment