পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও তার লোকজনের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী ওলিউল্লাহ’র ভাইপো কাজী আতিক ও তার লোকজন। সোমবার (৫ জুলাই) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী অলিউল্লাহ দিং এর ৪১ বছরের ভোগদখলীয় ৫৯ শতক জমি বিক্রির খবর জানতে পেরে জেলা আওয়ামী লীগ নেতা আবু আহমেদের নেতৃত্বে রুস্তম আলী ও জাহিদ হোসেন ওরফে বাপ্পী, আব্দুল আলিম ও সামাদ আলীসহ অন্যরা শহরের বকচরা মেহেদীবাগে অবস্থিত জমিতে সাইনবোর্ড দিয়ে দখলের চেষ্টা চালায় এবং সাইনবোর্ড সরিয়ে নিতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তা নাহলে ওই জমির দখল কোন ভাবেই ছাড়বেন না বলে জানিয়ে দেন। এঘটনায় থানা অভিযোগ করলে পুলিশ ইতিমধ্যে আব্দুল আলিমকে গ্রেপ্তার করে। এমতাবস্থায় বক্তারা অধ্যক্ষ আবু আহমেদ ও তার লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজী আতিক, শেখ সুমন, কাজী ইরফাত আরা প্রমুখ।
এব্যাপারে অধ্যক্ষ আবু আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি মানববন্ধনে তাঁর বিরুদ্ধে দেওয়া অভিযোগ অস্বীকার করেন।
The post জমি দখলের অভিযোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3wnO5PI
No comments:
Post a Comment