আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারি বিধিনিষেধ অনুযায়ী বিভিন্ন চেকপোস্ট, রাস্তাঘাট ও হাট বাজারে থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার বিকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে উপজেলার বুধহাটা কুল্যার মোড়, দরগাহপুর ব্রিজ, কাদাকাটি ও বড়দল সীমান্ত পার্শ্ববর্তী চেকপোস্টসহ বিভিন্ন বাজার ঘুরে সরকারি নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনী, এসআই মামুন, এএসআই রিয়াজ, এসআই গাজী নূরনবী, এএসআই মাহবুব, এএসআই আসলাম কায়সারসহ থানা পুলিশ কনস্টেবল ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
The post আশাশুনিতে লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3AsALwM
No comments:
Post a Comment