চলছে কঠোর লকডাউন, মাঠে রয়েছে সেনাবাহিনীসহ আইন-শৃখংলা বাহিনীর সদস্যরা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত একদিনে করোনার উপসর্গ নিয়ে ৫জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৫৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৪ জনের নমুনা পরীক্ষা শেষে ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬১৯ জন। বর্তমানে জেলায় ৮০৮ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ও বেসরকারি হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৭৭২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৪ জন ও বেসরকারি হাসপাতালে আরও ১৪৮ জন ভর্তি রয়েছেন। সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে, লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইন-শৃখংলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে জেলা শহরের অধিকাংশ সড়কে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। বিধিনিষেধ উপেক্ষা করে নানা অজুুহাতে ঘর থেকে কিছু মানুষ বাইরে বের হয়েছেন। তবে, আইন-শৃখংলার বাহিনীর সদস্যদের সামনে পড়লে তাদের জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে। শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে আইন-শৃখংলা বাহিনীর সদস্যরা চলাচল নিয়ন্ত্রণ করছেন। এদিকে, সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলায় গত ২৪ ঘন্টায় ৬৬টি মামলায় ৫৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউন বাস্তবায়নে জেলায় সেনাবাহিনীর ১০টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য মাঠে রয়েছে। একজন করে নির্বাহি ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। তিনি আরও জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
The post সাতক্ষীরায় একদিনে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dFjc2Q
No comments:
Post a Comment