চন্দনকৃষ্ণ পাল
দিন চলে যায় অবলীলায় স্বপ্নরা সব পাখা মেলে
আকাশ ছুঁবে নীল মাখবে হাতের কাছে তাকে পেলে
হাসি আমি ভাবনা দেখে স্বপ্ন দেখা ভালো জানি
স্বপ্ন থেকে সৌধ হবে, হতে পারে তাও তো মানি
কিন্তু জেনো সেই স্বপ্নের ভিত্তিটুকু থাকতে হবে
তবে স্বপ্ন সফল হবে মাতবে সবাই মহোৎসবে
হাওয়ায় ভেসে স্বপ্ন দেখা, থাকবে পড়ে শূণ্য শুধু
অথই সাগর দেখবে চোখে কিংবা বিশাল মরুর ধু ধু
বাস্তবের এই শক্ত ভিতে নেমে এসো প্রিয় সুজন
সবুজ দেখো নীল হাতড়াও শ্রবণ করো পাখির কূজন
প্রাণটি খুলে দাও না হাসি হাসুক আকাশ তোমার সাথে
হাসলে তুমি উৎসব হয়, পৃথিবী উৎসবে মাতে!
The post পৃথিবী উৎসবে মাতে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hwnWZK
No comments:
Post a Comment