Saturday, September 4, 2021

আশাশুনিতে মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে অনশন কর্মসূচি পালন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙে চুরি হওয়ার ঠাকুরের দুটি মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে মন্দির চত্ত¡রে এ অনশন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা সুরেন্দ্র নাথ ব্যানার্জী,সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানার্জী, আশাশুনি উপজেলার সভাপতি প্রদীপ চক্রবর্তী, অবসারপ্রাপ্ত শিক্ষক গৌরপদ সানা, কাঠামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিন্দ্র নাথ সানা,মনিক চক্রবর্তী,সজল মুখার্জী, তারক ব্যানার্জী, মাখন লাল ব্যানার্জী, গৌর ব্যানার্জী প্রমূখ।

অনশন কর্মসূচিতে বক্তারা মূর্র্তি দুটি উদ্ধার ও মূল পরিকল্পনাকারিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ৮জুলাই বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখতে পায় মন্দিরের তালা ভাঙা ও বিভিন্ন মূর্তি মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি নেই। পরে অনেক খোঁজাখোজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। মুর্তি দুইটির মধ্যে কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। এঘটনায় মূন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী বাদি হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩। এ ঘটনায় একজন নারীকে গ্রেপ্তার হলেও পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি

 

The post আশাশুনিতে মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে অনশন কর্মসূচি পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DKtYAa

No comments:

Post a Comment