Sunday, September 26, 2021

শ্যামনগরে পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ডিজাইনের বাইরে খুঁটি পোতার অভিযোগ https://ift.tt/eA8V8J

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামে আবুল হোসেনের পুত্র হুমায়ুন কবিরের বাড়ির উপর দিয়ে ডিজাইনের বাইরে বিদ্যুৎ লাইনের খুঁটি পুতে ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার আলিমুর রহমানের বিরুদ্ধে।

এ ঘটনায় হুমায়ুন কবির পল্লি বিদ্যুতের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার, পাটকেলঘাটা ও ডিপুটি জেনারেল ম্যানেজার শ্যামনগর, সাতক্ষীরার নিকটে লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, পল্লী বিদ্যুতের অনিয়মের বিরুদ্ধে হুমায়ুন কবির ইমেল যোগে ও মোবাইল ফোনে গত ২৪ সেপ্টেম্বর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার ঘটনাস্থলে তদন্তে আসেন ইঞ্জিনিয়ার আলিমুর রহমান। ইঞ্জিনিয়র ঘটনাস্থলে এসে শোনা বোঝার আগেই অভিযোগকারীর সাথে খারাপ ব্যবহারসহ বাজে ভাষা ব্যবহার করেন। তখন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষ তার কথার প্রতিবাদ করে তাকে ঘটনাটি দেখার কথা বললে, তিনি দেখে বলেন খুঁটি পোতার সময় নিষেধ করেননি কেন? খুঁটি পোতার সময় নিষেধ করা হয়েছে বললে তিনি বলেন, আমার কিছু করার ইেন। আপনারা লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ করা হয়েছে বললে তিনি বলেন, দেখেন কি ব্যবস্থা হয়। রাস্তার পাশে পল্লি বিদ্যুতের খুঁটি রাস্তার ঢালুতে পোতা হয়। এখানে রাস্তার ঢালুতে ডিজাইন থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে হুমায়ুন কবিরের সীমানার ৩-৪ হাত ভিতরে এসে ৩টি খুঁটি পুতে তার প্রায় ১০ শতক জায়গা নষ্ট করা হয়েছে বলে দেখা যায়।

এ বিষয়ে মো: হুমায়ুন কবির বলেন, আমি সাংবাদিক। আমার বাড়ির পাশ দিয়ে জনৈক কুতুবজ্জামানের বাড়িতে বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য গত ২৩-০৯-২০২১ তারিখ আমার রেকর্ডীয় জমিতে জোরপূর্বক খুঁটি পুতেছে। আমি পত্রিকার কাজে ঢাকাতে থাকায় আমার কর্মচারী নিষেধ করলেও শোনেননি। পাশে সরকারি রাস্তার স্লোভ থাকতে আমার বাড়ির সীমানার তিন হাত ভিতরে এসে খুঁটি পুতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হব। ইঞ্জিনিয়ার তদন্তে এসে উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করেন। ঘটনার বিষয়ে পল্লী বিদ্যুৎ শ্যামনগর জোনাল ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা অভিযোগ করেছেন। বিষয়টা আমি শুনে দেখবো এবং অফিসে আসেন সামনা সামনি বসে কথা বলব।

The post শ্যামনগরে পল্লী বিদ্যুৎ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ডিজাইনের বাইরে খুঁটি পোতার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3m3IMlg

No comments:

Post a Comment