Monday, September 6, 2021

ঘোনায় গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: দৈনিক পত্রদূত পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নে এক অসহায় গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় লম্পট সবুজের বিরুদ্ধে মামলা রুজু করেছে সাতক্ষীরা থানা।

রোববার রাতে ওই মামলা রুজু করার পরপরই লম্পট সবুজকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঘোনা এলাকার এক গৃহবধূর স্বামী মাছ ধরতে যান। ওই সুযোগে একই এলাকার মৃত আফসার বিশ্বাসের ছেলে সবুজ হোসেন (৪০) বেড়ার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে ওই গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। তখন ওই গৃহবধূ হাত ধরে ফেলে এবং ছুরি দিয়ে আঘাত করলে সবুজের হাত কেটে রক্ত ঝরতে শুরু করে। তখন ওই গৃহবধূ চিৎকার দিলে গৃহবধূর শাশুড়ি দ্রুত বাইরে বের হয়ে দেখতে পান সবুজ দৌড়ে পালাচ্ছেন। তখন গৃহবধূর শাশুড়ি মাটিতে পড়া রক্তের ফোঁটা অনুসরণ করে দেখতে পান, রক্তের ফোঁটা সবুজের বাড়ি পর্যন্ত গেছে।

 

এরপর বিষয়টি স্থানীয়দের জানালে তাদের পরামর্শে ওই গৃহবধূ ওই দিনই সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এদিকে মামলা রুজু হওয়ায় সাতক্ষীরা থানা পুলিশ ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আয়েশা খাতুন, সখিনা খাতুন, কালাম হোসেন, এসনেয়ারা খাতুনসহ শতশত এলাকাবাসী বলেন, সবুজ আমাদের এলাকার একজন চিহ্নিত লম্পট। তিনি যুদ্ধপরাধী মামলায় কারাগারে যাওয়া আসামী খালেক মন্ডলের ভাইপো। তার অপকর্মে ওই এলাকার শতশত মেয়ে ও গৃহবধূরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

 

তার কারণে সন্ধার পর কোন মেয়ে বা গৃহবধূ বাইরে আসতে শঙ্কোচবোধ করেন। তার এসকল অপকর্মের ঘটনায় একাধিকবার শালিশ-বিচার হয়েছে। প্রতিবারই তিনি হাত-পা ধরে ক্ষমা চেয়ে পার পেয়ে যান। তার বিরুদ্ধে থানায় মামলা রুজু হওয়ায় থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া অতিদ্রুত তাকে গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। সাতক্ষীরা থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

The post ঘোনায় গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3h7DzHD

No comments:

Post a Comment