Monday, September 6, 2021

পাটকেলঘাটায় মাদক বিরোধী কর্মসূচি ২০২১ অনুষ্ঠিত হয় https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: মাদককে না বলুন সুস্থ সুন্দর জীবন গড়ুন। বর্তমান ও আগামী প্রজন্মকে মাদক মুক্ত রাখতে মানবিক পাটকেলঘাটা সামাজিক সংগঠনের সভাপতি গৌতম কর্মকার এর নেতৃত্বে সাধারণ সম্পাদক ইমরান হোসেন শাহীন এর সঞ্চালনায় পাটকেলঘাটা বাজারে মাদক বিরোধী লিফলেট বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ বাবলুর রহমান।

প্রধান অতিথি নাজমুল হুদা মানবিক পাটকেলঘাটা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত থাকার জন্য আহবান জানান। সেই সাথে বলেন মাদক একটি সামাজিক ও গোটা প্রজন্মকে অসুস্থ করে দেয়। সবাই মিলে আমাদের এলাকাকে ভালোবাসি মাদককে না বলি।

মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই যুবসমাজকে বাঁচাই। এছাড়া অভিভাবকদের বিশেষভাবে খেয়াল রাখার জন্য অনুরোধ করে বলেন আপনার সন্তানের খোঁজখবর রাখুন, সে কোথায় যায় কার সঙ্গে মেশে। তার বন্ধু-বান্ধব কারা তার খবর নিতে হবে। সন্তানকে মাদকের কুফল সম্পর্কে শিক্ষা দিতে হবে সতর্ক করতে হবে। আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।

মানবিক পাটকেলঘাটা সংগঠনের সভাপতি গৌতম কর্মকার বলেন পাটকেলঘাটাকে মাদক মুক্ত রাখতে মানবিক পাটকেলঘাটা সংগঠনের সকল নেতাকর্মী সর্বদা কাজ করে যাবে।

মাদকবিরোধী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবিক পাটকেলঘাটা সদস্য অনিক সাধু, মুরাদ, ফারহান, সাজেদুল, জহির, ফিরোজ, রেজা, আশরাফুল, মেহেদি, সুমন, হৃদয়, অপু প্রমুখ।

The post পাটকেলঘাটায় মাদক বিরোধী কর্মসূচি ২০২১ অনুষ্ঠিত হয় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38LLBkK

No comments:

Post a Comment