পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানার মিঠাবাড়ী গ্রামের স্বনামধন্য পল্লী চিকিৎসক মোঃ হাফিজুর রহমান আর নেই। শনিবার রাত ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০) বছর। কবি নজরুল বিদ্যাপীঠের শিক্ষক কামরুজ্জামান লিপু জানান গত ৫ দিন পূর্বে ভৈরবনগর নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাত ১১ টায় তার মৃত্যু হয়। রবিবার বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কবি নজরুল বিদ্যাপীঠের সকল শিক্ষক-কর্মচারীরা নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ দিকে পল্লীচিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
The post সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম্য ডাক্তার অবশেষে মারা গেল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kEc8r8
No comments:
Post a Comment