Thursday, September 2, 2021

পলাশপোল মনসাতলা মন্দির কমিটির মন্ডপ পরিদর্শন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার সনাতন ধর্মালম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব গুড় পুরের মেলাকে কেন্দ্র করে মেলার উৎপত্তিস্থল মা মনসা তলা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মনসাতলা মন্দির কমিটির নেতারা।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, গোষ্ঠ বিহারী মন্ডল, তপন হালদার, সমীর কুমার বসু, সরোজ কুমার দে, পলাশপোল মনসাতলা মন্দির কামটির সভাপতি পারিতোষ চক্রবর্তীর পক্ষে তার সন্তান কমিটির ১নং সদস্য তাপস কুমার চক্রবর্তী, মন্দির কামটির সাধারণ সম্পাদক ও জেলা যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিলন রায়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ এবং জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিত ঘোষ প্রমুখ। সকলে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন মনসা পূজা ও গুড় পুকুরের মেলা সফলভাবে সম্পন্ন হবার জন্য আশাবাদ ব্যাক্ত করেন। মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ও বিশ^ শান্তি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post পলাশপোল মনসাতলা মন্দির কমিটির মন্ডপ পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3zFJQ4p

No comments:

Post a Comment