এসএম বাচ্চু: করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব ও দেশে লকডাউন পরিচালিত হওয়ার কারণে গতবছর দুর্গাপূজা উৎসব ও আমেজের সাথে করতে পারেনি হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করতে চলছে জোর প্রস্তুতি।
সেই প্রস্তুতির অংশ হিসেবে তালা উপজেলায় ১৮৬টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা। প্রতিমা তৈরিতে সৌন্দর্য, চাকচিক্য, ভিন্নতার মধ্য দিয়ে সর্বাধিক প্রশংসার অধিকার লাভ করার জন্য উপজেলার প্রতিটি মন্ডপে চলছে প্রতিযোগিতা। খড়, কাদামাটি ও বাঁশের সাহায্যে তাদের নিজস্ব শৈল্পীক সৌন্দর্যের নিখুঁত হাতের ছোঁয়া লাগিয়ে চলছে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আকৃতিদান। দেবী দুর্গার সাথে ধনের দেবী লক্ষ্মী, জ্ঞানের দেবী সরস্বতী, গনেশ, অসুর, মহিষ, কার্তিক, সিংহের মৃন্ময়সহ তৈরী হচ্ছে। বিভিন্ন প্রতিমায় আনা হচ্ছে আধুনিকতার চমক।
পঞ্জিকা বলছে, ২০২১ সালে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুরু হবে ১১ অক্টোবর। তার আগে ৬ অক্টোবর মহালয়ায় দেবী পক্ষ। ১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপুজো শুরু হবে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী।
তালা উপজেলার ২টি থানার অধীন ১২টি ইউনিয়নে মোট ১৮৬টি পূজা মন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ভিত্তিক ভাগে ধানদিয়া ইউনিয়নে ১৭টি, নগরঘাটা ইউনিয়নে ০৯টি, সরুলিয়া ইউনিয়নে ১০টি, কুমিরা ইউনিয়নে ১৩টি, খলিষখালী ইউনিয়নে ২০টি, তেঁতুলিয়া ইউনিয়নে ০৮টি, তালা সদর ইউনিয়নে ২২টি, ইসলামকাটি ইউনিয়নে ২০টি, মাগুরা ইউনিয়নে ১০টি, খলিলনগর ইউনিয়নে ২০টি, খেরশা ইউনিয়নে ১৪টি ও জালালপুর ইউনিয়নে ১৩টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ।
সরজমিনে প্রতিমা তৈরীরত ভাস্কররা জানান, প্রতিমা তৈরীতে পৌরাণিক কাহিনীকে নানা আদলে ফুটিয়ে তুলার চেষ্টা চলছে। কারুকার্যতা শেষ হলে রং তুলির নিখুঁত আচঁড়ে ফুটিয়ে তোলা হবে। প্রকৃত রূপ তোলা হবে নাক, কান, চোখ, মূখ ইত্যাদি দিয়ে। তবে এই কাজে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক পর্যাপ্ত না হলেও দৃষ্টিনন্দন সুন্দর প্রতিমা তৈরি করতে মনের মাধুরী দিয়ে কাজ কররে যাচ্ছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমার জানান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও প্রশাসনের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। সরকারিভাবে যে অনুদান আসে তা অতিদ্রুতই মন্ডপ কমিটির কাছে পৌছে দেওয়া হবে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, দুর্গাপূজায় আইন-শৃংখলা রক্ষায় আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। আমরা পূজামন্ডপগুলোয় সাধারণত তিন ভাগে বিভক্ত করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। এবারও পুলিশ সদস্য, র্যাব বাহিনীর সদস্য, আনসার ভিডিপিসহ গোয়েন্দা পুলিশের কঠোর নজর থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে।
The post তালায় ১৮৬টি পূজামন্ডপে চলছে শারোৎসবের প্রস্তুতি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3n5x1Nl
No comments:
Post a Comment