নিজস্ব প্রতিনিধি: ফিড দ্যা বাংলাদেশ আ্যক্টিভিটির আওতায় তালায় মৎস্য চাষীদের মাঝে পিএইচ মিটার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা উপজেলা মৎস্য অফিসারের অফিস কক্ষে ১০টি মিটার বিতরণ করা হয়।
পিএইচ মিটার বিতরণের সময় উপস্থিত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিন্ধ্যা খাঁ বাবলি, ক্ষেত্র সহকারী শিবাশীষ বৈরাগী,প্রকল্পের ফিল্ড প্রোমোটার মো: ওয়ালিদ হোসেন প্রমুখ। চাষীদের মধ্য তপন কুমার ঘোষ, একে আজাদ, মিলটন সহ সকল চাষীরা উপস্থিত ছিলেন। এম ওয়ার্ল্ড ‘এগিয়ে চলা’ প্রকল্পটি মূলত ইউএসআআইডির অর্থায়েন এবং ওয়ার্ল্ড ফিশ এর বাস্তবায়নে মাঠ পর্যায়ে পরিকল্পনা ও বাসÍবায়ন করার জন্য কাজ করছেন।
প্রকল্পের ফিল্ড প্রোমোটার মো: ওয়ালিদ হোসেন বলেন, পিএইচ মিটার মূলত পানির লবণাক্ত ও ক্ষারত্ব কতটুকু তা পরিমাপ করার জন্য বিশেষ ভাবে ভূমিকা রাখে। তাই আমারা ১০ জন মৎস্য চাষীদের মাঝে এ মিটার বিতরণ করেছি।
The post তালায় মৎস্য চাষীদের মাঝে পিএইচ মিটার বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zJYjN0
No comments:
Post a Comment