সাতক্ষীরায় জাতীয় যুব জোটের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকালে দৈনিক ‘দক্ষিণের মশালের বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন ঘোষালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু।
বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি অনুপম কুমার অনুপের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সহ-সম্পাদক কবি রুবেল, ধানদিয়া ইউনিয়ন জাসদের সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাস, সাধরণ সম্পাদক রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তারা, যুব মেধা ও যুব শক্তির অপচয় রোধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ করা ও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার দাবি জানান। এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের আশু সুস্থ্যতা কামনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি
The post সাতক্ষীরায় জাতীয় যুব জোটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2V9y5UT
No comments:
Post a Comment