সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলামের বহিস্কার আদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন এবং শহরের আমতলা মোড়ে শেখ রাজিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় আমতলা মোড়স্থ গণমুখী ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বহিস্কৃত রাজিবুল ইসলামের লিখিত আবেদনের প্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় টিম ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সুপারিশক্রমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এক পত্রের মাধ্যমে বহিস্কার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসবিজ্ঞপ্তি
The post স্বেচ্ছাসেবক দলের শেখ রাজিবুলের বহিস্কারাদেশ প্রত্যাহার: ফুলেল শুভেচ্ছা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3BwIWI1
No comments:
Post a Comment