Saturday, September 4, 2021

সাতক্ষীরায় এস্কেভেটর উদ্ধার করলো র‌্যাব https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: এস্কেভেটরের ভাড়া নিয়ে তালবাহানা করার অভিযোগে র‌্যাব-৬, সিপিসি-১ এর সদস্যরা এস্কেভেটরটি আটক করেছে। র‌্যাব জানায়, গত ২০-০২-২০২১ তারিখে খুলনার ০৪ নং কাশেম সড়কের আব্দুল মালেকের ছেলে মো: মামুন তার একটি এস্কেভেটর (ভেকু) ২ লক্ষ ২০ হাজার টাকা চুক্তিতে খুলনা শিপইয়ার্ড ঐরাকার মঞ্জুরুলের ছেলে মো: শিমুলের নিকট মাসিক হিসাবে ভাড়া দেন।

 

ভাড়া দেওয়ার পর হতে ভাড়া নিয়ে তালবাহানা করতে থাকে এবং এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়। যার প্রেক্ষিতে মো: মামুন গত ইং ০২-০৯-২০২১ তারিখে সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পে হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন মায়ের বাড়ির বৌদ্ধ কলোনির প্রাইমারি স্কুল মাঠ হতে গত ০২-০৯-২০২১ তারিখ দুপুরে উক্ত এস্কেভেটরটি উদ্ধার করে।

পরবর্তীতে জব্দকৃত আলামত: খুলনা সদর থানার জিডি নং ২০২, তারিখ: ০৪-০৯-২০২১ খি: মূলে এসআই মো: সাইদুর রহমান, খুলনা সদর থানা, কেএমপি এর জিম্মায় প্রদান করা হয়।

The post সাতক্ষীরায় এস্কেভেটর উদ্ধার করলো র‌্যাব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DNEjv3

No comments:

Post a Comment