পত্রদূত ডেস্ক: ‘আজ জ্যোৎ¯œা রাতে সবাই গেছে বনে’-কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের অবিনাশী এ গানের সুর ধরে দীর্ঘদিন পর বনে গিয়েছে বনজীবীরা। তিন মাস পর খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের দুয়ার। তিন মাস সুন্দরবনে যাতায়াত নিষিদ্ধ ছিল বনজীবীদের। নিষিদ্ধ ছিল বনজ সম্পদ আহরণ। বন্ধ ছিল পর্যটন কেন্দ্রগুলো।
করোনাকালীন এ সময়ে বনজীবীদের জীবনে নেমে এসেছিল দুর্বিসহ যন্ত্রণা। তারা মানবেতর জীবন-যাপন করে আসছিলেন।
বুধবার (পহেলা সেপ্টেম্বর) থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বনবিভাগ। অনুমতি দিয়েছে বনে যাওয়ার। বনবিভাগ থেকে সুন্দরবনে কাঁকড়া ও মাছ ধরা জেলে ও সুন্দরবন ভ্রমণে পর্যটকবাহী ট্রলার মালিকরা সুন্দরবনে প্রবেশের অনুমতি পেয়েছেন। বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া আহরণকারী অহেদ গাজী বলেন, তিন মাস সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে না পেরে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। তবে আজ পাশ পেয়ে সুন্দরবনে যেতে পারছি। সে জন্য খুব ভাল লাগছে।
বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া আহরণকারী জেলে আমিরুল ইসলাম, আব্দুল হাকিম, মোস্তাক গাজীসহ অনেকে জানান, আমারা আজ পাশ পেয়ে মহাখুশি।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, কোন প্রকার দালাল ছাড়াই বনে যাওয়ার পাশ পেয়েছে জেলেরা। অনুমতিপত্র (পাশ) পাওয়া জেলেদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে।
The post তিন মাস পর সুন্দরবনে যাওয়ার পাশ পেয়ে মহাখুশি জেলে ও ট্রলার মালিকরা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YiAHBb
No comments:
Post a Comment