Thursday, September 2, 2021

কালিগঞ্জে বিএনপি’র একাংশের উদ্যোগে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা কালিগঞ্জে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে বুধবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।

উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জুলফিক্কার আলী সাঁপুই, রফিকুল ইসলাম, কাজী পলাশ, মহিউদ্দীন, শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, আজিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদৌস রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সোহেল প্রমুখ। এসময় বক্তারা বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রাম হোক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। বক্তারা জনগণের ভোটাধিকার হরণ, বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

The post কালিগঞ্জে বিএনপি’র একাংশের উদ্যোগে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DHAEPy

No comments:

Post a Comment