বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নওয়াবেকী ইউনিয়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় বাস্তবায়নাধীন উপ-প্রকল্প প্রযুক্তিগত ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে কাঁকড়া খাতের উদ্যোগকে শক্তিশালীকরণে পহেলা সেপ্টেম্বর সকাল ১০টায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় কাঁকড়া চাষী, ডিপো মালিক, ফড়িয়া, রপ্তানিকারক, শিক্ষক ও সাংবাদিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা। এছাড়া নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের মাইক্রোসফাইনান্স ডিরেক্টর আলমগীর কবীর, সংস্থার মনিটরিং এভালুয়েশনে দায়িত্বে থাকা এসএম মাহাবুব আলম, পরিবেশ ক্লাবের সেক্রেটারি আব্দুল হালিম, এসইপি (কাঁকড়া) ম্যানেজার মোহাম্মদ খালেদ শামস, মোজাফফর ফয়সাল, মেহেদী হাসান, রানা হালদার প্রমুখ।
The post উত্তম জলজ চাষের উপর কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WKxAkM
No comments:
Post a Comment