কলারোয়া প্রতিনিধি: মহান বিজয়ের মাসেই চির নিদ্রায় শায়িত হলেন কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী (৭২)। জানা যায়, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে শ্রীরামপুর ঈদগাহ ময়দানে মরহুম বীর মুক্তিযোদ্ধার রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করা হয়। সম্মান প্রদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালা-কলারোয়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ মরহুমের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার, আবুল হোসেন, সৈয়দ আলী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পুত্র পুলিশ সদস্য জাহিদ হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, আ’লীগ নেতা আব্দুস সালামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিগণ।
মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযা নামাজ পূর্বক আলোচনা পরিচালনা করেন শিক্ষক আব্দুল মান্নান। জানাযা নামাজে ইমামতি করেন শিক্ষক মাওলানা কামরুজ্জামান।
The post কলারোয়ায় চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3EC2Of3
No comments:
Post a Comment