ভোলার চরফ্যাশন উপজেলায় র্যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
তবে র্যাবের দাবি, নিহতরা জলদস্যু বাহিনীর সদস্য।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েক দিন ধরে জলদস্যুদের ধরতে চর কুকরিমুকরির বনে র্যাব অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় রোববার ভোরে দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে গিয়ে র্যাব দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
তবে ঘটনাস্থলে অস্ত্র ও গুলি পাওয়ার খবর তাৎক্ষণিক জানায়নি র্যাব। পরে সংবাদ সম্মেলন করে র্যাব বিস্তারিত জানাবে বলে জানান ওই পুলিশ সুপার।
The post ভোলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lvXqT5
No comments:
Post a Comment