৫ ডিসেম্বর কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় সাতক্ষীরা জেলার কাঠিয়া লস্কর পাড়ার সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় সমাধিস্থলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, স্বেচ্ছাসেবক সম্পাদক ও খুলনা জেলা সভাপতি গিয়াস উদ্দিন, নড়াইল জেলার সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য হুমায়ন করিব, যশোর জেলার সহ-সভাপতি আবু বক্কার সরদার, এনডিএফ খুলনার সভাপতি আবুল হোসেন, যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সংঘের খুলনা জেলার সভাপতি নাজিউর রহমান নজরুল, যশোর জেলার সভাপতি আশুতোষ বিশ্বাস, খুলনা জেলার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যশোর জেলার দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, গণতান্ত্রিক মহিলা সমিতি যশোর জেলার আহ্বায়ক ফরিদা পারভীন, তালা থানা এনডিএফের সাবেক সভাপতি আব্দুল হাকিম ও বর্তমান সাধারণ সম্পাদক আছাবুর রহমান প্রমুখ। পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু। কর্মসূচিতে প্রয়াতের সমাধিতে কেন্দ্রীয় কমিটিসহ খুলনা, যশোর, সাতক্ষীরা জেলা ও তালা থানার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন, তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। শপথ পাঠ করান কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস।
সভায় নেতৃবৃন্দ বলেন, সাইফুল্লাহ লস্কর সমগ্র জীবন ধরে শ্রমিক-কৃষক মেহনতি জনগণ ও সাতক্ষীরার ক্ষেত্রে ভূমিহীন গরীব কৃষকদের খাস জমিতে অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রামের বিকল্প নেই। একই সাথে দেশের কৃষকসহ শ্রমিকশ্রেণি ও জনগণের সমস্যা-সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে জীবন-িিজবকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। শেখ হাসিনা সরকারের কৃষিতে আত্মনির্ভরতার মিথ্যাচার উন্মোচিত হয়েছে ব্যাপক খাদ্য সংকট ও তা মোকাবেলায় খাদ্য আমদানীর ঘোষণার মধ্যদিয়ে।
বর্তমান বিশ্বব্যাপি মন্দাজনিত পরিস্থিতিতে করোনা ভাইরাস মহামারী সামগ্রিক সঙ্কটকে ঘণিভূত করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু, চিকিৎসাহীনতা, কর্মহীনতাসহ সামগ্রিক অর্থনৈতিক ক্রিয়াকর্মে নেতিবাচক ছাপ ফেলেছে। ভয়াবহ এই সামগ্রিক সঙ্কটের কারণে আগামীতে ক্ষুধা, দারিদ্রতা, বেকারত্ব এমনকি দূর্ভিক্ষাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রায় সকল ব্যক্তিমালিকানাধীন ও প্রাইভেট সেক্টরে শ্রমিক ছাঁটাই, শ্রমিকের অর্জিত অধিকার কর্তন চলছে। মধ্যবিত্ত-নিন্ম মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ীসহ কোটি কোটি মানুষ কর্মসংস্থান হারিয়ে দিশেহারা। আর প্রবাসে প্রায় ১ কোটি শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়েছে। গ্রামে সাড়ে ৩ কোটি ভূমিহীন-গরীব কৃষকের সাথে উক্ত কর্মহীনরা যুক্ত হয়ে গ্রামাঞ্চলে কর্মহীন মানুষের তালিকা বৃদ্ধি করছে। সামগ্রিক ক্ষয়ক্ষতি অপরিসীম। এ সময়ে আবার প্রাকৃতিক দূর্যোগ তথা জলবায়ু পরিবর্তনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনকে আরো দুর্বিসহ করে তুলছে। এ সময়ে গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলনকে দমন তৎপরতা, গ্রামে-গঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্য বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতিতে আমরা কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তার স্বার্থে কৃষক, কৃষি ও কৃষি নির্ভর শিল্পসহ ব্যবসা-বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার কৃষি উপকরণের দাম বৃদ্ধি, ভেজাল রোধ ও প্রাপ্যতা নিশ্চিত না করে গালভরা বুলি আউড়িয়ে চলেছে। তাই কৃষকনেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যু তথা হত্যার প্রকৃত বিচারের জন্য শ্রমিক-কৃষক-ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি
The post কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3EsT46E
No comments:
Post a Comment