Saturday, December 4, 2021

অসহায় বাঘবিধবাদের জন্য বনবিভাগের মায়ের খাল উপহার ঘোষণা করলেন বন উপ-মন্ত্রী https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: একুশ অসহায় বাঘ বিধবা নারীকে সরকারের বন বিভাগের পক্ষ থেকে উপহার দেয়া হলো মায়ের খাল। সেখানে বাঘে খাওয়া স্বামীদের বিধবা স্ত্রী’রা আইনসম্মত ভাবে মাছ-কাকড়া ধরার এই অনুমতিপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করেছেন বন উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার।

শনিবার বিকেলে বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্ব করেন। বাঘ বিধবা, অসহায় মহিলা জেলে পরিবারের সহায়তার জন্য বিএলসি প্রদান অনুষ্ঠানে এই সরকারের এই উপহার পত্র প্রদান করা হয়। একই সাথে সন্যাসীর খালকে মায়ের খাল নাম দিয়ে অসহায় নারীদের পুণর্বাসনের এই কর্মসূচি হাতে নেয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার এডিসি মুকুল কুমার মৈত্র ও কয়রার ইউএনও অনিমেষ বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন দাকোপ সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মো. রিয়াসাদ, বাঘ বিধবা মনিরা খাতুন প্রমুখ।

প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, সাতক্ষীরা রেঞ্জ মুজিব শতবর্ষে সন্যাসীর খালকে মায়ের খাল নাম দিয়ে অসহায় নারীদের পুণর্বাসনের জন্য বাঘে খাওয়া স্বামীদের বিধবা স্ত্রী’রা আইনসম্মত ভাবে মাছ-কাকড়া ধরার এই অনুমতি পত্র দেয়ার এই কর্মসূচি অত্যন্ত জনবান্ধব এবং মানবিক একটি কর্মসূচি। এরফলে অসহায় নারীরা পাবেন নতুন জীবনের ঠিকানা। তিনি একই সাথে সুন্দরবনকে রক্ষার জন্য সবাইকে আন্তরিক ও উদ্যোগী হওয়ার জন্য আহবান জানান।

The post অসহায় বাঘবিধবাদের জন্য বনবিভাগের মায়ের খাল উপহার ঘোষণা করলেন বন উপ-মন্ত্রী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rR7vOz

No comments:

Post a Comment