Friday, December 3, 2021

নীলফামারীর ওই বাড়িতে মিললো বিস্ফোরক, গ্রেপ্তার ৫ https://ift.tt/eA8V8J

নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ওই বাড়িতে বিস্ফোরক উদ্ধারের বিষয়টি জানিয়েছে তারা। বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করছে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম। সদরের সোনারায় ইউনিয়নের জয়চন্ডি পুটিহারি গ্রামের ওই বাড়িটি রাজমিস্ত্রি যোগালি শরীফ উদ্দিন (২৭) এর বলে জানা গেছে।

শনিবার র‌্যাবের তরফ থেকে এক বার্তায় জানানো হয়েছে, র‌্যাবের একটি দল ঢাকা থেকে হেলিকপ্টারে নীলফামারী গিয়ে এই অভিযান চালায়।
র‌্যাবের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানিয়েছেন, ওই বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এর আগে আজ ভোর রাত থেকে সদরের মাঝাপাড়ার পুটিহারি এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। ওই বাড়ির সামনে বিপুল সংখ্যক র‌্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে। র‌্যাবের পাশাপাশি সেখানে স্থানীয় পুলিশ সদস্যরাও অবস্থান নিয়েছেন।

The post নীলফামারীর ওই বাড়িতে মিললো বিস্ফোরক, গ্রেপ্তার ৫ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3EnMCxz

No comments:

Post a Comment