Saturday, December 4, 2021

খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন https://ift.tt/eA8V8J

খুলনা প্রতিনিধি: খুলনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্ব সম্মতি ক্রমে এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি বিএম রাকিব হাসানকে সভাপতি ও এসটিভি বাংলার খুলনা প্রতিনিধি কাজী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে খুলনা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

এর আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কাজী মিজানুর রহমান। সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের সভাপতি বিএম রাকিব হাসান। পরে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি পদে শেখ মফিজুর রহমান টুকু (দৈনিক কালান্তর), সহ-সভাপতি মো: আলমগীর হোসেন (দৈনিক অপরাধ কন্ঠ), বিএম শহিদুল ইসলাম (ইউটিভি), মিয়া বদরুল আলম (দৈনিক নওয়াপাড়া), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান (মধুমতি টিভি), বিএম বাবলুর রহমান (দৈনিক সবুজ নিশান), সাংগঠনিক সম্পাদক মো: মামুন (স্বাধীন সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক এম এম সি মেহেদী (দৈনিক শ্যামবাজার), দপ্তর সম্পাদক মো: মানছুর রহমান (দৈনিক সংযোগ প্রতিদিন),

প্রচার সম্পাদক কাজী রুবায়েত ইসলাম (স্বাধীন বাংলা সংবাদ), আইন বিষয়ক সম্পাদক এড: এফএম আব্দুর রাজ্জাক (গণ মিছিল), তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সকালের কথা), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম বিশাল (দৈনিক কালান্তর), ধর্ম বিষয়ক সম্পাদক মো: মজিবর মল্লিক (দৈনিক জাহানাবাদ), ক্রীয়া বিষয়ক সম্পাদক অমিত পাল (দৈনিক জয় বার্তা)কে নির্বাচিত করা হয়।
কার্যনির্বাহী সদস্যরা হলেন-কিশোর কুমার (দৈনিক নওয়াপাড়া) ও জিয়াউল ইসলাম (দৈনিক ভোরের দর্পন) ও মাহবুব আলম (সাহারা টিভি)।

The post খুলনা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31vMAoK

No comments:

Post a Comment