Sunday, December 5, 2021

কলারোয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীত অনুভূত https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ: শীতের মৌসুম নভেম্বর মাস চলে গেছে, ডিসেম্বরের শুরুতেও শীত যেনো তেমন অনুভূত হচ্ছিলো না। সাতক্ষীরার কলারোয়ায় রাতের বেলা একটু শীত অনুভূত হলেও দিনে তো মনেই হচ্ছিলো না এখন শীত মৌসুম। এরই মাঝে গত দু’দিনে মেঘলা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীত অনুভূত হতে শুরু করেছে।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে এমন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

একই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে প্রভাবিত হচ্ছে কলারোয়ার জনজীবন। দিনমজুর পেশার মানুষেরা বিপাকে পড়েছেন। পাকা রাস্তাও কর্দমক্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও পানি জমে থাকতেও দেখা গেছে। বাঁধাগ্রস্থ হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরের বাইরে মানুষজন আর যানবাহন অনেকটা কম দেখা গেছে। জরুরী প্রয়োজনে কিংবা বাধ্য হয়ে মাথায় ছাতা আর গায়ে রেইনকোর্ট পড়ে বাইরে বেরিয়েছিন অনেকে। অনেককে আবার অবসর সময় কাটাতে দেখাতে গেছে, খোশ গল্প আর আড্ডা দিতে।

রবিবার ভোর থেকেই কলারোয়ার আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি বরং দিনের আলো কমতে শুরু করে। মৃদু বাতাসে শীত অনুভূত হতে শুরু করেছে দিনের বেলাতেই। ঘড়ির কাটা যখন বেলা দু’টোয় তখন ডিজিটাল ঘড়িতে তাপমাত্রা দেখাচ্ছে ২৩ ডিগ্রি সেন্টিগ্রেড। সবমিলিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কেউ উপভোগ করছেন আবার কেউ বিপাকে পড়েছেন।

The post কলারোয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীত অনুভূত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3GahodK

No comments:

Post a Comment