শ্যামনগরের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগরের নকিপুরে এঘটনা ঘটে। তিনি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোহাম্মাদ আব্দুল মান্নান।
প্রধান শিক্ষকের উপর এধরনের হামলার ঘটনায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষক ও নকিপুর সরকারী হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে আহত নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোহাম্মাদ আব্দুল মান্নানকে দেখতে হাসপাতালে উপস্থিত হন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণানন্দ আনন্দ মুখার্জি, সাধারণ সম্পাদক আজিবর রহমান, জয়দেব বিশ্বাস গভির ভাবে ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার অনুরোধ করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, এধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি
The post শ্যামনগরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা: শিক্ষার্থীদের নিন্দা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cxkmuC
No comments:
Post a Comment