Thursday, May 14, 2020

সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ৮ দফা নির্দেশনা https://ift.tt/eA8V8J

সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা আজ বেলা ১২.৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল¬াহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন, মেয়র, সদর উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়:
১। আন্তঃউপজেলা/ জেলা জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
২। জেলা অভ্যন্তরে প্রবেশের চারটি পয়েন্টে চেকপোষ্ট স্থাপন করতে হবে। চেকপোষ্ট এ পুলিশ এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ করা হবে।
৩। জেলার বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না এবং জেলার ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবেনা।
৪। মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
৫। জেলার প্রতিটি বাজারে কাপড়ের দোকান সাময়িকভাবে বন্ধ থাকবে
৬। সরকারি নির্দেশনা অনুযায়ী বিকাল ৪ টার পরে দোকান খোলা যাবে না। এর ব্যত্যয় হলে দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭। বড় বাজারে পূর্বপাশের দোকান সমূহ একদিন খোলা থাকবে এবং পশ্চিম পাশের দোকান সমূহ অন্যদিন খোলা থাকবে।
৮। আশাশুনি উপজেলা নিবাসী সাইদ ঢালীর বিরুদ্ধে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতে হবে। অনলাইন ডেস্ক:

The post সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ৮ দফা নির্দেশনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yUq1wd

No comments:

Post a Comment