Tuesday, May 5, 2020

খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু https://ift.tt/eA8V8J

খুলনায় চিকিৎসাধীন এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা ডায়াবেটিক হাসপাতালে (করোনা হাসপাতাল হিসেবে প্রস্তুতকৃত) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত ওই ব্যক্তির বাড়ি রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামে।

করোনা হাসপাতালের চিকিৎসক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকেই রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়াও ছিল।

রাত ১০টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।

গত ২২ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে করোনা আক্রান্ত রোগীটি খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর পর গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহের পর ৩০ এপ্রিল করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিন রাতেই তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

The post খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YCDOSw

No comments:

Post a Comment