সাতক্ষীরার দেবহাটায় নারায়ণগঞ্জ ফেরত এক ইটভাটা শ্রমিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তার বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা আক্রান্ত ঐ ব্যক্তিকে বর্তমানে সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব মন্ডলের তত্বাবধায়নে আলাদাভাবে রাখা হয়েছে। ঐস্থানেই থাকা অবস্থায় আক্রান্ত ব্যক্তির স্ত্রী গোপনে কয়েকবার তার সাথে সাক্ষাৎ করায় এবং বাড়ি থেকে তাকে খাবার সরবারাহ করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতরাতেই তার বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করেছে পুলিশ।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১লা মে) রেজাউল ইসলাম গাজীসহ মোট ২৪জন ইটভাটা শ্রমিক নারাযনগঞ্জ থেকে ট্রাকে করে দেবহাটাতে আসলে তাৎক্ষণিকভাবে তাদের সকলকে সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়। পরে রেজাউল ইসলামের শ্বাসকষ্ট দেখা দিলে রবিবার (৩ রা মে) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজী ল্যাবে (পিসিআর ল্যাব) প্রেরণ করা হয়। মঙ্গলবার (৫ মে) পিসিআর ল্যাব থেকে প্রেরিত রিপোর্টে রেজাউল ইসলামের শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে কোয়ারেন্টাইনে থাকাকালীন আক্রান্ত রেজাউলের স্ত্রী গোপনে কয়েকবার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে যাতায়াত ও বাড়ি থেকে তাকে খাবার সরবারাহ করার বিষয়টি প্রশাসনের সামনে আসলে মঙ্গলবার রাতেই দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃেত্ব পুলিশ সদস্যরা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের দশটি বাড়ি লকডাউন ঘোষণা করে।
দেবহাটা প্রতিনিধি:
The post দেবহাটায় করোনা: আক্রান্তের সাথে স্ত্রীর গোপন যোগাযোগ, দশ বাড়ি লকডাউন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2W6MFdo
No comments:
Post a Comment