করোনা ভাইরাস সংক্রমন রোধে গ্রাহক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ বিল আদায় করছে সাতক্ষীরা পল্লিবিদ্যুৎ সমিতি। মরণঘাতক করোনাকে উপেক্ষা করে সাতক্ষীরা পল্লিবিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী ৪ লাখ ৮৫ হাজার গ্রাহকের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সরকারের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্ত তাদের কাজ করতে হয়। সাতক্ষীরা পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় মানুষ আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। সে কথা মাথায় রেখে আমার অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে বিদ্যুৎ বিল পরিশোধে অফিসে সামাজিক দূরত্ব মানার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে মাইকিং করে এলাকায় বিল দেওয়ার কথা বললেও সাধারণ গ্রাহকরা অফিসে ভিড় করছে। মানুষকে সচেতন করলেও তারা তা বুঝতে চাচ্ছে না। স¦াস্থ্যবিধি মেনে চলা সকলের দায়িত্ব। নিজের দায়িত্ব বোধ থেকে সামাজিক দুরত্ব মেনে চলা উচিত বলে আমি মনে করি। সরকারের সিদ্ধান্ত মোতাবেক চলতি বছর ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের প্রায় ৫ লাখ গ্রাহকের জরিমানা মওকুফ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ বিল আদায়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পাটকেলঘাটা প্রতিনিধি:
The post করোনাকালে সাতক্ষীরা পল্লিবিদ্যুৎ সমিতি নিরবিচ্ছিন্ন সেবা কার্যক্রম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2xYfXlj
No comments:
Post a Comment