Tuesday, June 2, 2020

বিদ্যুৎ বিভাগের সদস্যদের প্রচেষ্টায় শ্যামনগরের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ স্বভাবিক https://ift.tt/eA8V8J


ঘূর্ণিঝড় আম্পান আঘাতে বিধ্বস্থ শ্যামনগরের উপকূল রক্ষা বাঁধ, কাঁচা ঘরবাড়ি, চিংড়ি ঘের, কাঁকড়ার প্রজেক্টসমুহে ব্যাপক ক্ষতি হয়। এছাড়া হাজার হাজার গাছ-গাছালী উপড়ে যাওয়ার পাশাপাশি শ্যামনগর উপজেলায় চল্লিশটিরও বেশী বিদ্যুৎ এর খুঁটি উপড়ে যাওয়াসহ শতাধিক খুটি হেলে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। এছাড়া আম্পান তান্ডবে উপকূলীয় জনপদ শ্যামনগরের ষাট হাজার গ্রাহকের অধিকাংশেরই সংযোগ বিচ্ছিন্ন এমনকি মিটার পর্যন্ত ক্ষতিগ্রস্থ হয়।
তবে আশার কথা এটাই যে মাত্র ছয় দিনের ব্যবধানে বিদ্যুৎ বিভাগের সদস্যরা লন্ডভন্ড উপকূলীয় জনপদের সর্বত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কৃতিত্ব দেখিয়েছে। অতিরিক্ত জনবল না পাওয়া সত্ত্বেও নিজেদের ৩০/৩৫ জন ষ্ট্যাফ এর পাশাপাশি স্থানীয় কিছু শ্রমিক আর দুই জন ঠিকাদারের সহযোগীতায় স্বল্প সময়ের মধ্যে লন্ডভন্ড হওয়া জনপদ শ্যামনগরের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করে সক্ষমতারে পরিচয় দিয়েছে তারা।
জানা গেছে শুধু লন্ডভন্ড আর বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সংযোগ মেরামত করেনি তারা বরং এসময়ের মধ্যে তারা প্রায় ২২শ নুতন সংযোগ দিয়েছে। করোনা প্রাদুর্ভাবের মধ্যে তারা ২২৯টি ওভার লোডেড ট্রান্সফরমার পরিবর্তনসহ গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌছে দেয়ায় প্রশংসিত হয়েছে। তবে সংযোগ লাইনের কাজ করার মত অবস্থা না থাকার কারনে ঘোলা এলাকার ১৫১টি সংযোগ ইতিমধ্যে মেরামত করা না হলেও আম্পúান আঘাত এর দশম দিনে সে কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শ্যামনগরের পল্লী বিদ্যুৎ এর সাব-ষ্টেশন কতৃপক্ষ।
নাগরিক সমাজের প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক বলেন, আম্পান এর আঘাতে বিদ্যুৎ লাইনের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তাতে দীর্ঘদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের সম্ভবনা জেগেছিল। কিন্তু শ্যামনগরের কর্মঠ পল্লী বিদ্যুৎ সমিতির ষ্ট্যাফরা রাতদিন একাকার করে বিদ্যুৎ ব্যবস্থাকে এত দ্রুত স্বাভাবিক করায় সকলের প্রশংসা পেয়েছে।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির শ্যামনগর অঞ্চলের এজিএম মধুসুদন রায় জানান, আম্পান আঘাতের কারনে বুধবার রাতেই গোটা উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। এসময় অতিরিক্ত জনবল নিয়ে মাত্র দুই দিন কাজ করার পর তারা যশোরে চলে যায়। কিন্তু শ্যামনগর অফিসের ষ্ট্যাফরা চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন ক্ষেত্রে বিশ ঘন্টা পর্যন্ত কাজ করে বিধ্বস্থ শ্যামনগরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করে তারা অসাধ্যকে সাধন করেছে।

শ্যামনগর প্রতিনিধি:

The post বিদ্যুৎ বিভাগের সদস্যদের প্রচেষ্টায় শ্যামনগরের সর্বত্র বিদ্যুৎ সরবরাহ স্বভাবিক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2U1Z3dd

No comments:

Post a Comment