Tuesday, June 2, 2020

কপিলমুনিতে করোনায় আক্রান্ত সাংবাদিক তপন https://ift.tt/eA8V8J

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে প্রথম করোনা (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছেন। সাংবাদিক তপন পালের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি নমুনা ল্যাবে পাঠান। সোমবার সন্ধ্যায় তার রিপোর্ট পজেটিভ আসে বলে জানান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার। মঙ্গলবার সকালে তার বসবাসরত ভাড়াবাড়ি লগডাউন করা এবং পরিবারের সকলের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তপন পাল দৈনিক জন্মভূমির কপিলমুনি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সে খুলনার বটিয়াঘাটার মৃতঃ বাবুরাম পালের ছেলে।
উপজেলা স্যানিটারী কর্মকর্তা উদয় কুমার মন্ডল বলেন, ‘মঙ্গলবার তপনের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প প কর্মকর্তার নিদ্দেশে তার ঘনিষ্টজনদের নমুনা পাইকগাছা হাসপাতালে দেওয়ার জন্য বলা হয়েছে।’
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, ‘তপন করোনা পজেটিভ, তার কপিলমুনিস্থ কাকড়া পট্টির ভাড়াটিয়া বাড়িটি লাল পতাকা টানিয়ে লগডাউন করা হয়েছে। বাড়িতে তাকে পরিবার থেকে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে।’

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি:

The post কপিলমুনিতে করোনায় আক্রান্ত সাংবাদিক তপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZZtaWF

No comments:

Post a Comment