দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়নে বাংলাদেশকে ৪ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। শর্ত অনুযায়ী ৫ বছরের রেয়াতি সুবিধাসহ ঋণ পরিশোধে বাংলাদেশ সময় পাবে ৩০ বছর। শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জসহ মোট ২ শতাংশ সুদে পরিশোধ করতে হবে ঋণের অর্থ।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
মূলত বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের দক্ষিণাঞ্চলের সব মহাসড়ক পর্যায়ক্রমে ৪ লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এই উদ্যোগের প্রথম ধাপে ৪ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক।
সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে, তিন বছরের সহজ শর্তের ঋণ প্যাকেজ আইডা-১৮-এর আওতায় এটি বিশ্বব্যাংকের শেষ প্রকল্প। যার আওতায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সড়ক ও মহাসড়ক বিভাগের বিদ্যমান রাস্তার সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে। এক্ষেত্রে পর্যায়ক্রমে দুই লেনের সব মহাসড়ক ৪ লেনে উন্নীত হবে। চারটি ধাপের এই প্রকল্পের প্রথম ধাপে ৫০ কোটি ডলার ব্যয় হবে।
The post দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়নে বড় অংকের ঋণ দেবে বিশ্বব্যাংক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2NmDPDg
No comments:
Post a Comment