Wednesday, June 24, 2020

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৩ লাখ https://ift.tt/eA8V8J

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৫৩ হাজার ৭৩৫। যার মধ্যে চার লাখ ৭৯ হাজার ৮০৫ জনের মৃত্যু হয়েছে। এমনকি চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ৫০ লাখ ৪১ হাজার ৭১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনার প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ড ওমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ১৬৮। মৃত্যু হয়েছে এক লাখ ২৩ হাজার ৪৭৩ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫১ হাজার ৪৭৯। এর মধ্যে ৫২ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে।

রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯৯ হাজার ৭০৫। এর মধ্যে আট হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৩০। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, বুদ্ধি-বিবেচনা সম্পন্ন যে কোনো মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।

The post বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৩ লাখ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hYSFhu

No comments:

Post a Comment