আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে ত্রাণ, প্রকল্পের চাল ও পরিষদের বিভিন্ন অর্থ আত্মসাতের অভিযোগ উঠায় এলাকায় চাঞ্চেল্যের সৃষ্টি হয়েছে। পরিষদের সকল (১২ জন) সদস্য প্রতিকার প্রার্থনা করে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অভিযোগকারী মেম্বারবৃন্দ জানান, করোনা ভাইরাসে প্রধানমন্ত্রী কর্তৃক হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য যে ত্রাণ ও অর্থ প্রদান করা হয়েছে তা চেয়ারম্যান স্বজনপ্রীতির মাধ্যমে নিজস্ব লোককে প্রদান ও রাতের অন্ধকারে গোডাউন থেকে ত্রাণ সরিয়ে আত্মসাৎ করেছেন। ২০১৯-২০ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের মাঠ ভরাটের নামে ৭ মেঃটন চাল আত্মসাৎ, ২য় পর্যায়ে মহাজনপুর বিলগামী রাস্তা প্রকল্পের নামে ৭ মেঃটন চাল আত্মসাৎ, জন্মনিবন্ধন থেকে ৮০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ৩৫ হাজার টাকা, অডিট খরচ বাবদ ইউপি সদস্যদের থেকে ২৪ হাজার টাকা, সুপেয় পানি সরবরাহের নামে ১৭টি ট্যাংকির অনুকূলে ১ লক্ষ ৩৬ হাজার টাকার মত এবং ত্রাণ আনা পরিবহন খরচের নামে মেম্বারদের থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়া বয়স্কভাতার কার্ড দেওয়ার নামে অর্থ আদায়, ৬টি টিউবওয়েল, এডিপির ৫০ প্যাকেট ত্রাণ আত্মসাৎ এবং ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ত্রাণের নামে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন মেম্বারবৃন্দ। বিষয়টি সরেজমিন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান হারুন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার কিছু নিজস্ব লোক আছে এবং অনিয়মের বিষয়ে কথা হলে তিনি সুকৌশলে এড়িয়ে যান।
আশাশুনি সংবাদদাতা:
The post কুল্যায় ইউপি চেয়ারম্যান হারুনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এলাকায় চাঞ্চল্য appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2XKOhsU
No comments:
Post a Comment