Tuesday, June 2, 2020

করোনাভাইরাসের দুর্বল হওয়ার প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা https://ift.tt/eA8V8J

নতুন করোনাভাইরাস ‘শক্তি হারাচ্ছে’ বলে ইতালির এক জ্যেষ্ঠ চিকিৎসকের দাবির পেছনে সহায়ক কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার সংস্থাটির এপিডিমিওলজিস্ট মারিয়া ফন কেরকোভে এবং আরও কয়েকজন ভাইরাস ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ এমনটাই জানিয়েছেন।

এর আগে রোববার ইতালির উত্তরাঞ্চলের লম্বার্ডির মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগের প্রধান আলবের্তো জাঙ্গরিল্লো দাবি করেছিলেন, বাস্তবে শুরুর দিকের সেই করোনাভাইরাস এখন ‘ক্লিনিকালি’ আর নেই।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা মনে করেন, ভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এর পরিবর্তন এবং নতুন পরিবেশে মানিয়ে নেয়ার বিষয়টি নতুন কিছু নয়। তবে নতুন এই করোনাভাইরাসের শক্তি কমার কোনো লক্ষণ দেখছেন না।

জাঙ্গরিল্লোর মন্তব্যগুলো বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা সমর্থিত নয় বলে জানান তারা।

‘সংক্রমণের ধরনে অথবা রোগের তীব্রতার দিক থেকে নতুন করোনাভাইরাস উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে – এমনটি বলার মত কোনো উপাত্ত এখনও মেলেনি।’

ফন কেরকোভে জেনিভায় সাংবাদিকদের বলেন, ‘সংক্রমণের সক্ষমতার দিক থেকে এর (ভাইরাস) কোনো পরিবর্তিত হয়নি। তীব্রতার দিক থেকেও এটি বদলায়নি।’

প্রসঙ্গত কোভিড-১৯ মহামারীতে এ পর্যন্ত ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ মারা গেছেন, এবং আক্রান্ত হয়েছেন ৬০ লাখেরও বেশি মানুষ।

The post করোনাভাইরাসের দুর্বল হওয়ার প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XSPnTB

No comments:

Post a Comment