Friday, August 21, 2020

অপমান https://ift.tt/eA8V8J

মুনসুর রহমান
শ্রাবণের রোদ্রমাখা রূপে
হৃদয়ের বন্ধন; অপমানে ছিন্ন ভাঙামন
সর্বশরীরে যন্ত্রণা সারাক্ষণ
অপমান, অপমান, করিস না আর কাউ রে!

কত আশা ছিল মনে
তুই নষ্ট করলি ক্যান রে
তোকে তো কখনও বকেনি সে; তবুও
তুই বারবার তাকে তাড়িয়ে দিস ক্যান রে
তোদের ভালোবাসা আঁকড়ে চেয়েছিল পথ চলতে
তবুও তোরা ওকে অপমান করলি ক্যান রে
তোদের কাছে কিছুই চাইনি; চেয়েছিল একটু ভালোবাসা
কিন্তু তোরা তা না দিয়ে তাড়িয়ে দিলি ক্যান রে
রাতের আকাশের গুড়–ম গুড়–ম শব্দে
ওর হৃদয়ের কষ্টে জ্বলে পুড়ে দিক-বিদিক; তবুও
ওকে চিনলি না; তোরা বুঝলি না রে…
অপমান, গালিগালাজ করিস না আর কাউ রে!
গোমরা মুখে ছাপ
অপমান করলো তোর বাপ
চোখের পানি ছল চল
ভেসে ভেসে নুটিয়ে পড়ে বল্
তোরা বুঝবি; তোরা বুঝবি
তোরাও কাঁদবি; তোরাও কাঁদবি
অপমান, অপমান, করিস না আর কাউ রে?
গেল ঈদ নিরানন্দ
এবার তোদের নিয়ে হবে মোর আনন্দ
তোর মুখের হাসিতে জমিন বাতাস
করে শুধু হাহুতাশ; কিন্তু তোর রান্না
বায়নার চেয়েও বড়
তাই তো সেদিন কিছুনা বলে
চলে গেলি আবাসতলে
তোরা বুঝবি; তোরা বুঝবি?
ক্রন্দনের আয়েশে রান্না করবি পায়েশ; তবুও
ওকে খেতে দিতে না পেরে
ঈদের শুভেচ্ছা বিনিময় যাবে রসাতলে
তোরা হাসবি; তোরা কাঁদবি, কিন্তু
ও চলে যাবে বহুদূরে
পাবি না ওকে আর কোনোদিন রে………
তবুও তোরা ভালো থাকিস
অপমান, গালিগালাজ করিস না আর কাউ রে!

The post অপমান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aJaqho

No comments:

Post a Comment