শুভদীপ রায়
যখন লবনাক্ত দৃশ্য সন্ধান করে তার অন্তরমেঘ
আমি তখন বর্ষাগান লিখে রাখি ঘাসে ঘাসে
অথচ —
তাকেই ফড়িং ভেবে হৃদয় উল্লাস
অথবা —–
মন-ক্যানভাস ছুঁয়ে থাকে প্রতীক্ষার প্রজাপতি বাগান
তবু —
যতটা নগরধ্বনি কবীরের দোঁহা লালন করে
ততটা পরাণ পুষি ভ্রমরসংবেদি . . .
The post একটি শ্রাবণ সন্ধি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2CM9Cf9
No comments:
Post a Comment