নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঘোনার আলোচিত দা বাহিনীর প্রধানের হাতে একব্যক্তি মারাত্মক জখমের শিকার হয়েছেন। জখমির নাম মমিন আলী। তিনি ঘোনা বাশিয়াপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে আটটার সময় জখমি মমিন আলির বাড়িতে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দা বাহিনীর প্রধান মনিরসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী গত কয়েক দিন ধরে মারপিট করবে বলে খোজাখুজি করছিল। তারই ধারাবাহিকতায় রবিবার রাত সাড়ে আটটার সময় চেয়ারম্যান মোশা, তার দা বাহিনীর প্রধান ক্যাম্পপাড়ার জবেদ আলির ছেলে মনির (বর্তমানে সাতক্ষীরা থানার নিয়মিত মামলার পলাতক আসামী) সহ আরও বেশ কয়েকজন মমিনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বাড়ি ভাংচুর করে। ঘরের আসবাবপত্র তছনছ করে ও মমিনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। জখমি মমিনকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
The post ঘোনায় সেই দা বাহিনীর হাতে একব্যক্তি রক্তাক্ত! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TJzYmP
No comments:
Post a Comment