Monday, November 2, 2020

সাতক্ষীরার দেবহাটায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাইকেল র‌্যালি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে সাতক্ষীরার দেবহাটায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শতশত তরুণ সাইকেল র‌্যালিতে অংশ নিয়ে গ্রাম-গ্রামান্তর ঘুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। দেবহাটার পারুলিয়াস্থ ফেয়ার মিশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা এ র‌্যালির আয়োজন করে। সোমবার মাদক বিরোধী সাইকেল র‌্যালি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মেদ। ‘মাদককে না বলুন, জীবনকে সুন্দর করুন’ এই স্লোগান ধারণ করে তরুণ সমাজ মাদকের বিরুদ্ধে জাগরণ সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নামে।

উপজেলার বহেরা বাজার থেকে শুরু হয়ে র‌্যালিটি কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাটসহ পাঁচটি ইউনিয়ন ঘুরে দেবহাটা উপজেলা সদরে গিয়ে পথসভায় মিলিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, কমিটির পরিচালক কাদের মহিউদ্দীনসহ সুধীজন। সাইকেল র‌্যালিতে ফেয়ার মিশনের ৩ শতাধিক সাইক্লিষ্ট অংশগ্রহণ করেন।

The post সাতক্ষীরার দেবহাটায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাইকেল র‌্যালি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/35X9VOP

No comments:

Post a Comment