পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদের আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় পুরাতন আইনজীবী সমিতির ভবনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন-মুনসুর আহমেদ আমাদের আওয়ামী লীগের শুধু সভাপতি নন, তিনি আমাদের অভিভাবক। এতো অসুস্থতার মধ্যে সকলের খোঁজ খবর নিচ্ছেন তিনি। করোনাকালিন আমি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে আপনাদের মাঝে ফিরে এসেছি দোয়া ও আল্লাহ তা’আলার রহমতে। নিশ্চয় আপনাদের দোয়ার বরকতে তিনিও আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওয়াকত হোসেন আসাদুজ্জামান অসলে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব লায়লা পারভীর সেঁজুতি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, সদর উপজেলা যুব লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী। দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান।
The post জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/389dfZI
No comments:
Post a Comment