পত্রদূত ডেস্ক: আমাদের দেখার কেউ নেই বাবা। তীব্র শীত অপেক্ষা করে পিতা হারা ছেলে মেয়েদের নিয়ে খাস সম্পত্তির উপর ভাঙা ঘরে বসবাস করছি। একটি সঠিক সংবাদ পরিবেশন করে আমাদের চিত্র টুকু তুলে ধরার জন্য অনুরোধ করছি বাবা। শনিবার সকালে এমনি আর্তি জানান আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বিল খালিয়া গ্রামের মৃত রুহুল আমীন গাজীর দ্বিতীয় স্ত্রী আম্বিয়া খাতুন।
আম্বিয়া খাতুন জানান, আমার স্বামী রুহুল আমীন গাজী গত ১৭বছর আগে মারা যায়। সে সময় থেকে আমিও আমার সতিন ছকিনা খাতুন ও ২ পুত্র এবং ৫ কন্যাকে নিয়ে অতিকষ্টে দিনাপত করছি। বর্তমান ৫ কন্যা সকলের বিবাহ দিয়েছি। স্বামী মারা যাওয়ার পর পরিবারের সকল সদস্য এক একর খাস সম্পত্তির উপর বসবাস করে আসছি এবং যথা সময় সরকারি রাজস্ব পরিশোধ করি। সম্প্রতি মুজিব বর্ষে সরকার ভূমিহীনদের ঘর দেওয়ার কথা এলাকায় প্রচার হলে আমার ছেলে মেয়েদের আড়াল করে কে বা কারা সাংবাদিক ডেকে ছবি তুলে ষড়যন্ত্র করছে। আম্বিয়া আরও বলেন, স্বামী মারা থেকে আজ পর্যন্ত সরকারিভাবে তেমন কোন সুযোগ সুবিধা আমার ভাগ্যে জোটেনি। শীতে ইউনিয়নে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হলেও সেটি থেকে বঞ্চিত হয়েছি আমরা। এখন রাস্তায় কাজ করে কোন রকমে সংসার চালাচ্ছি। খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল জানান, রুহুল আমীন গাজী মারা যাওয়ার পর তার পরিবার খুব অসহায়ভাবে দিনাতিপাত করছে। কোন রকম রাস্তায় কাজ করে সংসার চালাচ্ছে পরিবারটি। এবার শীতে কম্বল এলে তাদেরও দেওয়া হবে।
The post শীতে কষ্টে আছে আশাশুনির খালিয়ার বিধবা আম্বিয়া appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2JFWSu8
No comments:
Post a Comment