কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার বিকালে বরণডালী মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় দফায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাশেদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা। উপ সহকারী কৃষি অফিসার বিকাশ কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বরণডালী ব্লকের উপ সহকারী কৃষি অফিসার আলিমুর রহমান। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল লতিফ গাজী ও জামাল উদ্দীন। মাঠ দিবসের পূর্বে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা স্থানীয় সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।
The post কেশবপুরে কৃষক মাঠ দিবস appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2LoEOoE
No comments:
Post a Comment